ব্রিটিশ ভারতে কৃষক, উপজাতি ও সিপাহী বিদ্রোহ

Show Important Question


1) Who was the most famous Bengali Journalist who championed the cause of Indigo cultivators? / নীল চাষীদের স্বপক্ষে জোর সওয়াল করেছিলেন কোন্ বিখ্যাত বাঙ্গালী সাংবাদিক?
A) Harish Mukherjee/ হরিশ মুখার্জী
B) Sisir Kumar Ghosh/ শিশিরকুমার ঘোষ
C) Iswar Chandra Gupta/ ঈশ্বরচন্দ্র গুপ্ত
D) Shibnath Sastri/ শিবনাথ শাস্ত্রী

2) নিম্নের কোন গোষ্ঠী সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে ছিল ?
A) কৃষকেরা
B) জমিদাররা
C) ক্ষমতাচ্যুত দেশীয় শাসকরা
D) কেউই নয়

3) The Moplah rebellion broke out in / মোপলা আন্দোলন কোথায় ঘটেছিল?
A) Uttar Pradesh/ উত্তরপ্রদেশ
B) Maharastra/ মহারাষ্ট্র
C) Bengal/ বাংলা
D) Kerala/ কেরালা

4) বরদলৈ সত্যাগ্রহ কে পরিচালনা করেন ?
A) সর্দার বল্লভ ভাই প্যাটেল
B) বিনোবা ভাবে
C) মহাত্মা গান্ধী
D) জওহরলাল নেহেরু

5) 1857 সালের মহাবিদ্রোহ দমন করার পর দ্বিতীয় বাহাদুর শাহকে:
A) রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়েছিল
B) মেরে ফেলা হয়েছিল
C) নেপালে পালিয়ে গিয়েছিলেন
D) কোনটিই নয়

6) Which Indian ruler was made the prisoner of the Revolt of 1857 ? / 1857-এর বিদ্রোহে কোন্ ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন?
A) Rani of Jhansi-Lakshmi Bai/ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ
B) Nana Shaheb/ নানাসাহেব
C) Bahadur Shah Zafar/ বাহাদুর শাহ জাফর
D) None of the above/ উপরোক্ত কেউ নয়

7) Who among the following was a leader of Wahabi Movement? / নিচের মধ্যে কে ওহাবী আন্দোলনের নেতা ছিলেন?
A) Syed Ahmad/ সৈয়দ আহম্মদ
B) Titu Mir/ তিতুমীর
C) Mohammed Ali/ মহম্মদ আলি
D) Ajmal Khan/ আজমল খান

8) ভারতে 1857 সালে কোথায় প্রথম বিদ্রোহ হয়েছিল?
A) পুনা
B) মীরাট
C) পাটনা
D) কোলকাতা

9) সিপাহী বিদ্রোহ শেষ হবার পর মুঘল সম্রাটের কি হয়েছিল
A) হত্যা হয়েছিল
B) নির্বাসন হয়েছিল
C) বিচারাধীন রাখা হয়েছিল
D) কোনটিই নয়

10) Kuka movement is associated with which of the following states ? / কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?
A) Assam/ আসাম
B) Manipur/ মণিপুর
C) Nagaland/ নাগাল্যাণ্ড
D) Punjab/ পাঞ্জাব

11) When did Munda Revolt take place ? / মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল ?
A) 1854 - 55/ ১৮৫৪-১৮৫৫
B) 1890/ ১৮৯০
C) 1899 - 1900/ ১৮৯৯-1900
D) 1902/ ১৯০২

12) মহাড় আন্দোলন (mahar movement) শুরু করেছিলেন:
A) জ্যোতিবা ফুলে
B) নারায়ণ গুরু
C) আত্মারাম পান্ডুরঙ্গ
D) বি আর আম্বেডকর

13) সিপাহি বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম ঘটেছিল—
A) ১৮৫৮ খ্রিস্টাব্দে
B) ১৮৫৫ খ্রিস্টাব্দে
C) ১৮৫৭ খ্রিস্টাব্দে
D) ১৮৬১ খ্রিস্টাব্দে

14) নিন্মলিখিত কোনজন 1857 সালের সিপাহি বিদ্রোহের নেতা ছিলেন না?
A) বীরসা মুন্ডা
B) তাতিয়া টোপি
C) নানা সাহেব
D) বেগম হজরত মহল

15) মহারাষ্ট্রে কত সালে ‘ডেকান দাঙ্গা’ ঘটেছিল?
A) 1835
B) 1855
C) 1875
D) 1907

16) বাংলায় প্রথম নীল চাষ কে শুরু করেন ?
A) ক্যারেল ব্লুম
B) মাইকেল জনসন
C) লুই বোনার্ড
D) ক্যারোলিন

17) ১৮৫৭ সনের কোন মাসের একটি দিনে মঙ্গলপান্ডে ব্যারাকপুরে বিদ্রোহ শুরু করেছিলেন
A) ফ্রেবুয়ারী
B) মার্চ
C) জুন
D) এগুলির কোনটি নয়

18) নিম্নে উল্লেখিত কোনটি ১৮৫৭ সনে স্বাধীনতার প্রথম যুদ্ধে শুরুতে সাহায্য করেছিল?
A) জমিদারী ব্যবস্থা
B) অধীনতামূলক মিত্ৰতা নীতি
C) স্বত্ববিলোপ নীতি
D) এগুলির কোনটি নয়

19) সিপাহী বিদ্রোহের সময়কালে নানাসাহেব কোথাকার পেশোয়া হিসাবে নিজেকে ঘোষনা করেছিলেন
A) নাগপুর
B) গোয়ালিয়র
C) কানপুর
D) এগুলির কোনটি নয়

20) ১৮৫৯ সনে বিচরন বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস কর্তৃক কোথায় নীল বিদ্রোহ ও হয়েছিল
A) মেদিনীপুর
B) মুর্শিদাবাদ
C) নদীয়া
D) এগুলির কোনটি নয়